নিজস্ব প্রতিনিধি: আজ ২৩ অক্টোবর বুধবার বিকাল ৩.০০ ঘটিকার সময় কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় নিহতরা হলেন হাউজিং বি ব্লকের শামসুল হকের ছেলে সালাম( ৫০) সালামের স্ত্রী রুপা (৩৫) মেয়ে সাবা (১৩ ) এ ঘটনায় ছেলে সিয়াম(১০) আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায় আজ বিকেলে কুষ্টিয়া শহরে বৃষ্টি হলে সালামের ঘরে পানি জমে যায় । এসময় বিদ্যুতের মেন সুইস বন্ধ করতে গেলে সালাম বিদ্যুতায়িত হন তার স্ত্রীর সালমা এবং ছেলে মেয়ে তাকে বাঁচাতে গিয়ে তারাও বিদ্যুতায়িত হন , প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । এই ঘটনায় এলাকার শোকে ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭