ভোরের খবর ডেস্ক: বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত খোকন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।
সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন। তিনি এনটিভির আগে দীর্ঘদিন দৈনিক মানবজমিনেও কাজ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭