স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বকেয়া বেতন দাবিতে আন্দোলনে গুলিবিদ্ধ পোশাকশ্রমিক মোছা. চম্পা খাতুন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ’তে তার মৃত্যু হয়।
চম্পা খাতুন রংপুরের পীরগঞ্জ থানার আহম্মদপুর গ্রামের চান্দু মিয়ার মেয়ে। সাভারের আশুলিয়া এলাকায় থাকতেন তিনি।
নিহতের বোন শম্পা জানান, আমার বোন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতো। চার মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২৩ সেপ্টেম্বর আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। এ সময় আমার বোনের পেটে ও বাম হাতে গুলি লাগে। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
গত ২৩ অক্টোবর আশুলিয়া থেকে দুই নারী পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭