ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪

আশুলিয়ায় পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১০


অক্টোবর ২৭, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  আশুলিয়া থানার বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ ১০জন-কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ অক্টোবর ) দুপুর ১টা ২১মিনিটের সময় বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন, গতকাল রবিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাসহ বিভিন্ন মামলায় ১০জন-কে গ্রেফতারকৃত করেছে পুলিশ।(১) মোঃ দেলোয়ার হোসেন কফিল (৫০),পিতা-মৃত হাবেজ উদ্দিন,গ্রাম গৌরীপুর,থানা-আশুলিয়া, জেলা- ঢাকা। (২) ফারুক হোসেন (৪৫),পিতা-মোফাজ্জল হোসেন মুন্সী,গ্রাম-বাইদগাঁও মুন্সিবাড়ী,থানা- আশুলিয়া,জেলা-ঢাকা। ( ৩) মোঃ হাসান মিয়া (২২) পিতা-সিরাজুল ইসলাম,গ্রাম কুন্ডলবাগ,থানা -আশুলিয়া,জেলা-ঢাকা। (৪) মোঃ ফিরোজ মিয়া,পিতা-ফজা মিয়া,গ্রম কালিকাপুর দক্ষিণ শিমুলিয়া,থানা- আশুলিয়া,ঢাকা। (৫) মোঃ ফজা মিয়া,পিতা-মৃত শাজাহান,গ্রাম কালিকাপুর,দক্ষিণ শিমুলিয়া,থানা আশুলিয়া,জেলা-ঢাকা। (৬) মোঃ হাসান,পিতা-মৃত শাহাজান,গ্রাম-কালিকাপুর, দক্ষিণ শিমুলিয়া,থানা আশুলিয়া,জেলা-ঢাকা। (৭) মোঃ আজম মোল্লা, পিতা-ইলিয়াছ মোল্লা,গ্রাম- দক্ষিণ বাইপাইল বসুন্ধরা নতুন বাজার,পোঃ গাজিরচট আলিয়া মাদ্রাসা থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।

(৮) মোঃ মানিক মিয়া,(২৬),পিতা-কাদের প্রামানিক, গ্রাম- পনিরপাড়া থানা-গাবতলী,জেলা-বগুড়া,বর্তমান ঠিকানা- কুমকুমারী,তুহিনের বাড়ীর ভাড়াটিয়া,থানা- আশুলিয়া,জেলা- ঢাকা। (৯) মোঃ আমিরুল ইসলাম (৩০), পিতা- আবু বক্কর মৃধা,গ্রাম- চর পাচরিয়া,থানা মোহাম্মদপুর,জেলা-মাগুরা,বর্তমান-গ্রাম-কুমকুমারী,সাজেদার বাড়ীর ভাড়াটিয়া,থানা- আশুলিয়া, জেলা ঢাকা। (১০) মোঃ আব্বাস আলী (৪৩) পিতা-মৃত রূপ মিয়া,গ্রাম ধামসোনা থানা আশুলিয়া,জেলা-ঢাকা।

এস আই মোঃ শাহ জালাল এর কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে থানার বিভিন্ন এলাকা থেকে হত্যাসহ বিভিন্ন মামলায় ১০জন-কে আটক করা হয়। উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,এস’পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে সেই মামলায় তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।