ঢাকাশুক্রবার , ৪ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে স্বপ্ন পূরণ ফাইন্ডেশনের লিফলেট বিতরণ


অক্টোবর ৪, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

কে এম সবুজ:  আমরা মানবতার সেবায় সর্বদা নিয়োজিত। এই স্লোগানকে সামনে রেখে স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের পথচলা। বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে শুক্রবার পশ্চিম জিরাবো বাগানবাড়ী এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে এলাকাবাসীকে সাথে নিয়ে সচেতনতামূলক র‍্যালি করেছে সংগঠনটির সদস্যরা।

সাভার-আশুলিয়ায় ডেঙ্গু রোগীর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন পাড়া মহল্লায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে আশুলিয়ার পশ্চিম জিরাবো বাগানবাড়ী এলাকায় স্বপ্ন ছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে সচেতনামুলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে সংগঠনটির সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন । পরে সেখানে র‍্যালি সহ ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করে বিভিন্ন মানুষকে ডেঙ্গু মশার সম্পর্কে সচেতন করা হয়।

উল্লেখ, সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় মানুষের ঘন বসতি ও বিভিন্ন স্থানে ময়লা পানি জমার কারণে ডেঙ্গু মশা বেড়ে গেছে। গত এক সপ্তাহে বিশ জনেরও বেশী ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।