ভোরের খবর ডেস্ক: বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশে আসবেন তিনি। নেইমারের আসার খবর দিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত রবিন, সম্পর্কে নেইমারের বন্ধু। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন বলে জানান তিনি।
বাংলাদেশে মেসি-রোনালদো-নেইমারদের ফ্যানের অভাব নেই। আর্জেন্টিনা-ব্রাজিল বা রিয়াল মাদ্রদি-বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের মতো ক্লাবকে নিয়ে মাতামাতি দেখা যায় অনেক। গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করে পুরো বিশ্বের নজর কাড়েন বাংলাদেশিরা। কাছ থেকে প্রিয় তারকাদের দেখার জন্য আকুল হয়ে থাকেন সমর্থকরা। এবার নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।
সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, 'নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।'
এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে। রোনালদিনহো কয়েকজনের সঙ্গে দেখা করলেও মার্টিনেজ ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ফলে দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।
তিনি বলেন, 'আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।'
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭