ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


অক্টোবর ২৭, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। দিনব্যাপী ফ্রি মেডিকেল টিমে ৮ জন চিকিৎসক প্রায় ১৫০০ রোগীকে বিনামূল্যে সেবা দেয়। এসময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়।

শনিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভার (৩ নম্বর ওয়ার্ড) বাঞ্ছানগর কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল টিমে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও লোকমান ক্বারিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

মেডিকেল ক্যাম্পে যুবদলের লক্ষ্মীপুর জেলার শীর্ষ নেতারা জানান, এবার যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কেক কাটার আয়োজন না করে তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করতেছি। দেশব্যাপী একইভাবে আমাদের এ কর্মসূচি চলমান। বিএনপি হচ্ছে গণমানুষের দল তাই বন্যার পরবর্তী সময় থেকে আমরা তৃণমূল মানুষের কাছে ছুটে যাচ্ছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।