ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে এক দফা দাবিতে তিন ঘন্টা কর্মবিরতি পালন নার্স ও মিডওয়াইফদের


অক্টোবর ১, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  এক দফা দাবিতে সারাদেশের নিয়ায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাগন তিন ঘণ্টা কর্মবিরতি পালন করে।মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

তাদের এক দফা দাবি হলো নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের প্রসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়ন।

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিফর্ম কাউন্সিল তাদের এক দফা দাবি পূরণে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার ধর্মঘট পালন করে। ঢাকায় ‘নার্সিং রিফর্ম কাউন্সিল’-এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবীগঞ্জের সামনে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন তারা।

তবে হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি সেবা, ভর্তি রোগীর সেবা প্রদান সহ, লেবার ওয়ার্ড এবং অন্যান্য ইউনিট এই ধর্মঘটমুক্ত থাকবে বলে নার্সিং কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার একই দাবিতে তারা প্রতীকী ধর্মঘট করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং কর্মকর্তা লুৎফা বেগম (ওয়ার্ড ইনচার্জ) প্রসেনজিৎ দাশ, লিপি বেগম ( মিডওয়াইফ), নেতৃত্বে, তাদের এক দফা দাবি আমলা ও ক্যাডার কর্মকর্তাদের বাদ দিয়ে নার্সিং কর্মকর্তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগের দাবি জানাচ্ছি।

আগামীকাল সকাল ৯টা থেকে পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।