রাজিবুল ইসলাম: দেশের বাইরে থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক-কলামিস্ট মিনার রশীদ। প্রায় ১৩ বছর পর বুধবার সকাল ৮.৩০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরে পৌঁছানোর পর মিনার রশীদকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দেশে ফেরার একদিন পরেই তার নিজ জন্মভূমি ময়মনসিংহে যান তিনি। সেখানে ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়কদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।