ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ খবর

জিততে পারল না আর্জেন্টিনা


অক্টোবর ১১, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ভেনিজুয়েলা। চোট থেকে লিওনেল মেসির জাতীয় দলে ফেরার ম্যাচে পয়েন্ট হারালো বিশ্বচ্যাম্পিয়নরা।

দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বদলে আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব নেন জিরোনিমো রুহি। তবে এদিন আর্জেন্টিনার জাল নিরাপদ রাখতে পারেননি তিনি। এদিন নিকোলাস ওতামেন্ডি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন। পরে সলোমোন রন্দনের গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা।

এই ড্রয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল লিওনেল স্কালোনির দল। গত মাসে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।