ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জে কম্পাউন্ডের ব্যাগে থেকে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার!


সেপ্টেম্বর ২১, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:  হবিগঞ্জ সদর মডেল থানা কম্পাউন্ডের ভেতর থেকে ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার সার্কেল অফিসের ভেতরে দেয়ালের কাছে শর্টগানটি পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পরে পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে মোড়ানো ব্যাগটি খুলে দেখতে পান একটি শর্টগান। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়। তবে এই শর্টগানটি পুলিশের নাকি কেউ রাতের আঁধারে ওই স্থানে রেখে গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত হয় নি।

শর্টগান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো.নূরে আলম। তিনি জানান,পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি পাওয়ার পর সেটি পুলিশী হেফাজতে রাখা হয়েছে। শর্টগানটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র নাকি অবৈধ কোনো অস্ত্র। বিষয়টি জেনে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।