ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

রাজকীয় বিদায়ে আগে জুম্মার নামাজের খুতবা পড়া অবস্থায় ঢলে পড়ে মৃত্যু ইমামের


সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফখরুল ইসলাম বিপ্লব:   অসুস্থতার কারণে গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ইং জুম্মার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয় ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু চির দিনের জন্য যে বিদায় নিয়ে নেবেন কেউ ভাবেনি। গত শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুম্মার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওলানা মুহিবুল হক সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।
জানা যায়, অসুস্থতার কারণে শুক্রবার জুম্মার শেষ ইমামতি করতে চেয়েছিলেন। বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী রাজকীয় ভাবে বিদায় দেওয়ার আয়োজন করেছিল। কিন্তু তাঁর এমন মৃত্যুতে অত্র এলাকার মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।