ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

নড়িয়া উপজেলা নতুন স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত চালুর দাবী


সেপ্টেম্বর ২২, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

নুরে আলম হাওলাদারঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলা শহরে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত চালুর দাবী জানিয়েছেন স্থানীয়রা। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের বৈশাখীপাড়ায় নব নির্মিত হাসপাতালের সামনে মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর এর উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভয়াবহ নদী ভাঙনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মুল ভবন ভেঙে গিয়েছে। ফলে দীর্ঘদিন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। বর্তমানে কোটি কোটি টাকা ব্যায়ে নতুন হাসপাতাল নির্মান শেষ হলেও একটি অযৌক্তিক রিট এর ভিত্তিতে এখানে স্বাস্থ্য সেবা চালু করতে বিলম্ব করা হচ্ছে। এখানে হাসপাতালটি দ্রুত চালু করার দাবী জানাই আমরা।

মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক স্বপন মাঝি, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার ছৈয়াল, ব্যবসায়ী প্রতিনিধি মামুন মল্লিক, শিক্ষক প্রতিনিধি মাষ্টার নুরে আলম, সাইদুল হক মুন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।