ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে জামায়াত ইসলামের সম্মেলন অনুষ্ঠিত


সেপ্টেম্বর ২১, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলাম এর কর্মী,সুধী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্বর্নগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা আ,জ,ম রুহুল কুদ্দুস। কামারখাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোঃরুহুল আমিন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা এ,কে,এম ফখরুদ্দিন রাজী,কর্ম পরিষদ সদস্য মাওলানা হেমায়েত উদ্দিন,কর্ম পরিষদ সদস্য মাওলানা মোকসেদুর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল বারী,নায়েবে আমীর সৈয়দ আব্দুর রহিম,সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাওলানা এইচ,এম ইকবাল সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলার আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।