ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়েত রাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুয়েত সিটির রাজবাড়ি হোটেলে। কুয়েত বিএনপি’র সিনিয়র সভাপতি আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম এনাম এর সঞ্চালনায় যৌথ ভাবে সহযোগিতায় ছিলেন আব্দুল কাদের ও জাফর ইকবাল পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি’র সাবেক সহ সভাপতি জনাব শোয়েব আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ মাঈন উদ্দিন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব আলহাজ্ব শওকত আলী।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের
শুরুতে শহিদ জিয়ার রহমানের আত্মার মাগফিরাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত ভাই-বোন সহ বিগত স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন নিপীড়নে মৃত্যু বরণ করা সবার আত্মার মাগফিরাত কামনা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়।
আলোচনার সভায় বক্তব্য রাখেন কুয়েত বিএনপি’র সিনিয়র নেতা জনাব মোঃ চুন্নু মোল্লা, এম ওলিউল্লাহ, আশফাক আহমদ, শফিকুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, শ্রমিক দলের সভাপতি মুমিনউল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহ লিটন মিয়াজী, আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, শামীম আজাদ, কোরবান আলী, চান মিয়া হাসান, শিহাব বখত, সায়রুল আমিন, জাকির হাসান, জাহাঙ্গীর আলম, জাফর ইকবাল পলাশ, জাকির আহমদ, ফখরুল ইসলাম বিপ্লব, আনোয়ার হোসেন, মামুন মিয়াজী, মিজানুর রহমান রুম্মন, হাসান কামাল, আনোয়ার হুসেন, মাসুম হাসান, শের আলী খান, শাহেদ, নজরুল ইসলাম সবুজ, শাহ আলম, ইমরান শিকদার, জাবের খন্দকার, মেহেদী হাসান হিশাম, ইয়ামীন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির বিভিন্ন প্রদেশ, আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা গত ১৬ বছর বিরোধী দলে ছিলাম, এখনও আমরা বিরোধী দলে সেটা মনে রাখতে হবে। গত ১৬ বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যে সকল ত্যাগী নেতা কর্মী সমর্থক মাঠে ছিলেন, অনলাইনে এক্টিভ ছিলেন তাদেরকে সুযোগ সন্ধানী সুবিধাভোগীদেরকে মূল্যায়ন দিতে গিয়ে দূরে সরে দিবেন না। এরাই জাতীয়তাবাদী দল বিএনপি’র শক্তি, এরাই দলের প্রাণ। তৃণমূল নেতা কর্মী সমর্থকদেরকে সব সময় পাশে রাখতে হবে। আমাদের অংগ সংগঠনের সাথে কোন বহিরাগত বা অন্য কোন সংগঠনের লোক এসে যেন কোন বিশৃঙ্খলা না করতে পারে সে দিকে কঠোর নজর রাখতে হবে।