ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

পাবনার বেড়ায় কাগেশ্বরী নদীর জলমহাল ইজারায় ব্যাপক অনিয়মের অভিযোগ স্থানীয় মৎস্যজীবিদের।


সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  ২০০৯ সালের সরকারি গেজেটের নিয়ম অনুযায়ী, যে ব্যাক্তি নিবন্ধিত সমিতির প্রকৃত মৎসজীবী, সে জলমহালের লিজ পাবে। কিন্তু এ নিয়মের তোয়াক্কা না করে, যাকে লীজ দেওয়া হয়েছে সে কোনো নিবন্ধিত সমিতির সদস্য নয়, বলে অভিযোগ তুলেছেন কাগেশ্বরী জলমহালের তীরবর্তী প্রকৃত মৎসজীবিরা।

অভিযোগ অস্বীকার করে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, নিয়ম মেনেই দেওয়া হয়েছে লীজ। স্থানীয় মৎসজীবিদের অভিযোগ, সরকারি গেজেটের নিয়মানুযায়ী ও জলমহাল ব্যবস্থাপনা কমিটির নীতিমালা অনুযায়ী, জলমহালের তীরে যদি নিবন্ধন করা সমিতির প্রকৃত মৎসজীবী থাকে তাহলে তাকেই লীজ দিতে হবে। কিন্তু যাকে লীজ দেওয়া হয়েছে, সে কোনো প্রকৃত মৎসজীবী নয়। মৌখিক ডাকের মাধ্যমে মৎস্য অফিসার অনিবন্ধিত লোককে লীজ দিয়েছে বলেও স্থানীয় মৎস্যজীবিদের অভিযোগ রয়েছে।
২/০৯/২০২৪ তারিখে নোটিশ দেওয়ার ৩ দিনের মধ্যে কাগেশ্বরী নদী থেকে অবৈধ জাল, জালের বাধ, সুতিজাল, ক্রস বেড়া, খড়া সহ সবকিছু তুলে দেওয়ার কথা থাকলেও সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্মককর্তারা। ফলে কৃষি জমিতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে যা আগাম ফসলের জন্য প্রচুর ক্ষতিকর।

এছাড়াও নিবন্ধিত সমিতির কোনো প্রকৃত মৎসজীবীকে লীজ ডাকের স্থান উপজেলা পরিষদ মিলনায়তনে ঢুকতেই দেয়নি একটি প্রভাবশালী মহল।

সরকারি গেজেটে লেখা আছে, নিজের নামে লিজ নিয়ে কাউকে সাব লীজ দেওয়া যাবে না। ও অন্য উপায়ে কাউকে দি ব্যবহার করানো যাবে না। সেখানেও হচ্ছে না তার যথাযথ বাস্তবায়ন।

ডাকের নিয়মে লেখা আছে, ইজারার কাগজ খামে সিল করে জমা দিতে হবে। সকলের উপস্থিতিতে ডাকের কথা থাকলে প্রকৃত মৎস্যজীবীদেরকে লীজের ডাকের স্থান উপজেলা মিলনায়তনের কক্ষে ঢুকতে বাধা দেয় রাজা, রহিম, দুদু, মোজাফফর, ওলিউর, মিলন চৌকিদার সহ আরো অনেকে। এতে কৈটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসীন উদ্দিন বিপুলের সরাসরি সম্পৃক্ততা আছে বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে একটা বিশৃঙ্খলা করার পায়তার করছে তারা।

লীজের আবেদন ফরমে আবেদনপত্র দাখিলের সময় মৎস্যজীবী সমবায় সমিতি তাদের সদস্যদের নামের তালিকা (ঠিকানাসহ) এবং নির্বাহী সদস্যদের নামের তালিকা ঠিকানাসহ সংযুক্ত করবেন এবং একইসাথে তার অনুলিপি উপজে জলমহাল কমিটির কাছে জমা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়েছে কী না তা অনেকের কাছেই ধোয়াশা। স্থানীয় প্রকৃত মৎস্যজীবিদের দাবি, নিয়ম মেনে লীজে তাদের অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। যাতে গরীবের অধিকার প্রতিষ্ঠিত হয় সুসমভাবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।