ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

একটি দল সংখ্যালঘুদের নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে-মজনু


সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  একটি দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক কোন উন্নয়ন না করে তাদেরকে শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক হিসেবে ধরে রাখতে চেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, এখনো বাংলাদেশে মুক্ত পরিবেশকে কলুষিত করতে তারা সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। একটি মহল কল্পিত সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের কল্পিত কাহিনী দেশে-বিদেশে প্রচার করছে।
তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছি, এখানে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই। যারা সংখ্যালঘুদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকেলে নয়া পল্টনের মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলন আয়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের যৌথ সভায় তিনি এসব বক্তব্য রাখেন। সবাই সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায় ক রফিকুল আলম মজনু, সঞ্চালনা করে সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির পরে জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দলকে বিপুলভাবে বিজয়ী করতে এখন থেকেই আমাদেরকে কাজ করতে হবে। রবিন বলেন, জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এই ধরনের সকল কর্মকান্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ, থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক

সাইদুর রহমান মিন্টু
সাবেক সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।