টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে ঢুকে ওই হাসপাতালে ভর্তি এক নারীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারীর নাম বর্ষা। সে সদর উপজেলার শুয়াপাড়া গ্রামের জাকির সেখের মেয়ে।
ভুক্তভোগী বর্ষা বলেন, ২০২৩ সালে ৬ জানুয়ারী আমার সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামের রাজা খানের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। এখোন আমার শাশুড়ি চায়না বেগম আমার প্রবাসী স্বামীকে বলছে আমার অন্যের সাথে রিলেশন আছে। আমার স্বামী শাশুড়ির কথা বিশ্বাস করে আমাকে বলছে তোমায় তালাক দিয়ে দিবো আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। আমি তারপরেও আমার স্বামীর বাড়িতে ছিলাম। কিন্তু আমার শাশুড়ি আমাকে খাবার দেয়না বিভিন্নভাবে মানুষিক নির্যাতন করে। আমি অসুস্থ হয়ে পড়লে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে গিয়ে মহিলা ওয়ার্ডে ভর্তি হই। সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে হাসপাতালে গিয়ে আমার উপর হামলা চালায় আমার শাশুড়ি চায়না বেগম, প্রতিবেশী চাচা শশুড় আলমগীল হোসেন, তার স্ত্রী আগুদা বেগম ও মুক্তা বেগম। তারা আমাকে হাসপাতাল হতে বের করে দিছে আর বলছে আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি টঙ্গিবাড়ী থানায় এ ঘটনায় সাধারণ ডায়রী করার প্রস্তুতি নিচ্ছি।