ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষ্যে ভালুকা উপজেলা ও পৌর এলাকার সকল পূজা মণ্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে ওই মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।
ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সারোয়ার জাহান ইমরান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শ্রী স্বপন বনিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গেনেন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।