মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় একজনকে আটক করেছে নীলফামারী ব্যাটেলিয়ান ৫৬ বিজিবি’র সদস্যরা। আটক ব্যক্তি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নাগরিক। নাম শ্রী দসরথ সরকার (৪০)। গত বৃহস্পতিবার (২৬ -সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:৪০ মিনিটে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আটক শ্রী দসরথ সরকার মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব নবগ্রাম এলাকার মৃত কালীপদ সরকার এর ছেলে। সিংরোড বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খালপাড়া এলাকায় সীমান্তের শূন্য রেখা থেকে একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাকে বিজিবি সদস্যরা আটক করে। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন যাবৎ সীমান্তের শূন্য লেখা অতিক্রম করে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নীলফামারী ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা থেকে কয়েক দফায় অনেক কয়েকজনকে আটক করে সংশ্লিষ্ট থানা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ চোরাচালান, মাদক পাচার, অনুপ্রবেশ সহ সীমান্তের সকল প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নীলফামারী ব্যাটালিয়ন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। চলমান এই কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়েছে।