ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

কয়েক সেকেন্ডে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল মালয়েশিয়ার বিখ্যাত শাহ আলম স্টেডিয়াম


সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:  ৪ বছর পর অবশেষে ভেঙে ফেলা হল মালয়েশিয়ার শহরের শাহ আলম স্টেডিয়ামটি। পুরানো স্টেডিয়ামকে ভেঙে ফেলে নতুন স্টেডিয়াম স্থাপনের জন্য সেকেন্ডের মধ্যে তা ধ্বংস করে দেওয়া হয়। এই স্টেডিয়ামটিকে দর্শকদের জন্য বিপজ্জনক বলে ঘোষণা করা হয়। অবশেষে স্টেডিয়ামটিকে ভেঙে দেওয়া হল। ৮০, ০০০ দর্শক ধারণক্ষমতা সহ বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়ামটি ৩০ বছরের পুরানো। শাহ আলম স্টেডিয়ামটির নির্মাণকাজ ১ জানুয়ারী, ১৯৯০ সালে শুরু হয় এবং এটি আনুষ্ঠানিকভাবে ১৬ জুলাই, ১৯৯৪ তারিখে খোলা হয়। প্রথম থেকেই জাতীয় দলের জন্য হোম স্টেডিয়াম হিসাবে কাজ করত ওই স্টেডিয়াম। সেটিকেই ২০২০ সালে কাঠামোগতভাবে অস্বাস্থ্যকর ঘোষণা করা হয়েছিল। ২০১১ সালে এশিয়া সফরে এসেছিল প্রিমিয়ার লিগের দুই ক্লাব আর্সেনাল এবং চেলসি। তখন এই মাঠেই প্রদর্শনী ম্যাচ খেলেছিল দুই দল। কেবল ফুটবল নয়, এই মাঠে পারফর্ম করেছে বিশ্বখ্যাত একাধিক ব্যান্ড। মেরুন ৫, বোন জভি, ডিপ পার্পলের মতো ব্যান্ডের কনসার্ট আয়োজিত হয়েছে মালয়েশিয়ার এই মাঠে। মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলও বহু ম্যাচ খেলেছে শাহ আলম স্টেডিয়ামে। এবার গোটা স্টেডিয়াম একেবারে ভেঙে গুঁড়িয়ে ফেলে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । স্টেডিয়াম ভেঙে ফেলার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে সেখানকার ধ্বংসাবশেষ সাফ করতেই চলতি বছরের শেষ পর্যন্ত সময় লেগে যাবে। তার পরে শুরু হবে স্টেডিয়াম পুনর্নির্মাণের কাজ। আগামী ২০২৯ সালের মধ্যে নতুন করে শাহ আলম স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানা গিয়েছে।যদিও দর্শক ধারণক্ষমতা ৮০,০০০ এর জায়গায় ৪৫, ০০০ করা হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।