জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ও চৌরাস্তা ক্লাবের সুদক্ষ খেলোয়াড় মো. মোরর্শেদ আলম ওরফে বাংলা মোরর্শেদের হত্যার ৫ বছর পর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় লক্ষ্মীপুর-টু-রামগতি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনগণ।মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর থানা পূর্ব বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ্ মো. এমরান, জেলা যুবদলের সদস্য ও চৌরাস্তা ক্লাবের সভাপতি এসএম আজাদ, সদর থানা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া ,নিহত মোর্শেদর বড় ভাই সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ও জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা সালাহউদ্দিন ভূঁইয়া, তোফায়েল আহমেদ সবুজ, বাচ্চু মেম্বার, মাসুম হোসেন নূর, সাবেক ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের আসাদুজ্জামান রাজুসহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, ৫ বছর পূর্বে মোরর্শেদ আলমকে সুপরিকল্পিতভাবে নির্যাতনের পর হত্যা করা হয়। তখনকার সময় থানা পুলিশ ও জেলার সিভিল সার্জন স্বাভাবিক মৃত্যু বলে ময়নাতদন্তের প্রতিবেদন দায়ের করেন। আমরা জেনেছি মোরর্শেদকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে টাকা ও ব্যবহৃত মোটরসাইকেলটি লুটে নেওয়া হয়। পুলিশ এখনও চাইলে সুষ্ঠ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারে। প্রয়োজনে মোরর্শেদের লাশ কবর থেকে উত্তোলন করে পূর্ণ ময়নাতদন্ত দাবি তুলছেন বক্তারা।মানববন্ধন ও প্রতিবাদ সভায় সঞ্চলনা করেন সাবেক জেলা ছাত্রদলের সহসভাপতি ও চৌরাস্তা ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আদনান।উল্লেখ্য: ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলা মোর্শেদের লাশ স্থানীয় নারী নেত্রী সেলিনার বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে গুনজন রয়েছে।