ভোরের খবর ডেস্ক: আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে সম্পদবিবরণী দাখিল করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদবিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছরের ৩১ ডিসেম্বর তা জমা দিতে হবে।’
সম্পদের বিবরণী সিলগালা খামে জমা দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সম্পদবিবরণী জমা দেওয়ার বিষয়ে একটি ফরম তৈরি করা হয়েছে। সে অনুযায়ী জমা দিতে হবে। না দিলে বা ভুল তথ্য দিলে মাত্রা অনুযায়ী গুরুদণ্ড বা লঘুদণ্ড দেওয়া হবে।’
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।