নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে মাহরা। সম্প্রতি তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছো, তাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলাম আমি। তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম। তোমার প্রাক্তন স্ত্রী।’ব্যস! তারপরেই সেটি নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিবাহ বিচ্ছেদের কারণ যে পরকীয়া, তা বোঝাই গিয়েছিল রাজকুমারীর পোস্ট দেখে। মাহরা ২০২৩-এর মে মাসে আরবের ব্যবসায়ী শেখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন। মাহরা চিরকালই নারীবাদী আদর্শের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবনেও তাই আত্মসম্মানকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন তিনি, বেছে নিয়েছিলেন বিবাহ বিচ্ছেদের পথ।
এবার শোনা যাচ্ছে তিনি একটি নতুন পারফিউম লঞ্চ করতে চলেছেন। পারফিউমটির নাম রেখেছেন ‘ডিভোর্স’। সেই পারফিউমের একটি টিজারও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, কালো কাঁচের বোতল। উপরে সাদা রঙে লেখা ‘ডিভোর্স’। পোস্টটি শেয়ার করতেই প্রচুর সংখ্য মানুষ তাতে কমেন্ট করেছে। রাজকুমারীর ছবি পোস্ট করার কায়দা রেখে তাঁর বুদ্ধির তারিফ করেছেন অনেকেই। পারফিউমের পাশে পড়ে থাকা ভাঙা কাঁচ রাজকুমারীর জীবনে বয়ে চলা দুঃসময়ের প্রতীক বলেই দাবি করেছেন অনেকে। তবে তিক্ত অতীতকে পিছনে ফেলে রাজকুমারী যে নতুন ভাবে নিজেকে গড়ে তুলতে চাইছেন, সেই প্রচেষ্টারও সাধুবাদ জানিয়েছেন সকলে।
বিবাহ বিচ্ছেদের পর অন্যান্য নারীদের মতো কান্নাকাটি করে নয় বরং যথার্থ রাজকুমারীর মতই নিজের আভিজাত্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলছেন তিনি। রাজকুমারী তাঁর ব্যবসা নিয়ে যাতে আরও এগিয়ে যেতে পারেন, সেই বিষয়েও শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। শেখা মাহরা গ্রিসের জো গ্রিগোরাকোসের মেয়ে। গ্রিগোরাকোস এবং শেখ রশিদ আল মাকতুমের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। মাহরা শেখ রশিদ আল মাকতুমের ২৬ সন্তানের একজন। তিনি বিশ্বের অন্যতম ধনী রাজপরিবারের সদস্যদের মধ্যে একজন যাদের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলার। দুবাইয়ের রাজকুমারী ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। তাঁর অনুগামীর সংখ্যা ৯.৮ লাখ।