ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

গজারিয়ায় স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি বাড়িতে অবস্থান


সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা এক যুবতী স্ত্রীর স্বীকৃতি চেয়ে এক যুবককের বাড়িতে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, ওই যুবক তাকে বিয়ের পর কয়েক বছর সংসার করলেও এখন তাকে মেনে নিচ্ছেন না।

অভিযুক্ত যুবক ফয়সাল আহমেদ পাপ্পু নয়ানগর গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার সকালে ওই যুবতী চট্টগ্রামের পাহাড়তলী উপজেলার বিটেক গ্রাম থেকে ছুটে আসেন নয়ানগর গ্রামে পাপ্পুর বাড়িতে। কিন্তু তার পরিবার মেনে নিচ্ছে না যুবতী কে। এ অবস্থায় পাপ্পু কে স্বামী দাবি করে তার বাসার সামনে অবস্থান নেন তিনি। এসময় তিনি বলেন স্ত্রীর স্বীকৃতি না পেলে মরে যাব।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্যসহ গণ্যমান্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে ব্যর্থ হন।

ওই যুবতী জানান, ঢাকায় একটি গার্মেন্টস কাজ করাকালীন সময়ে পাপ্পুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয় পড়েন তিনি। পরে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক বছর পর স্বামী মাদকাসক্ত হয়ে পড়লে স্বামীকে ডিভোর্স দেন।

এভাবে কিছুদিন যাওয়ার পর পাপ্পু মাদক ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের জন্য চাপ দিলে পুনরায় ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ে করে ফেনী জেলায় একটি ভাড়া বাসায় থাকতেন তাঁরা। সেখানে তার স্বামী পাপ্পু একটি কোম্পানিতে কাজ করতেন। গত ৬মাস ধরে তাকে ভাড়া বাসায় রেখে চলে যান পাপ্পু এবং সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিভিন্ন ভাবে পাপ্পুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। উপায় না পেয়ে মঙ্গলবার তার গ্রাম থেকে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে পাপ্পুর বাড়িতে এসে ওঠেন।

বিষয়টি নিয়ে গজারিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান,মেয়েটি চাইলে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।