শৈলকূপা প্রতিনিধিঃ স্বামির সাথে ঝগড়া করে রবিবার (১৫-০৯-২৪ ইং) সকাল ৯ ঘটিকার সময় কচুয়া গ্রামের গৃহবধু আকলিমা(২৫) গলায় দড়ি দিয়ে ফাস নিয়ে মারা যায়। স্বামীর নাম মোঃ আব্দুল সালাম,শশুর এর নাম মোঃ সামসুল উদ্দিন শেখ। আকলিমাকে তার শশুর-শ্বাশড়ি সহ স্বামি শৈলকূপা সরকারি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে আসে।জরুরি বিভাগের কর্মরত ডাক্তার মোছাঃ সোনিয়া আক্তার মুক্তা বেলা ১১:৩০ মি. ঘটিকার সময় মৃত ঘোষনা করেন। আকলিমার ৩ টি ছেলে সন্তান রয়েছে।তার বাবার বাড়ি ইসেপুর গ্রামে,তার পরিবারকে বিষটি জানানো হলে তারা দ্রুত হাসপাতালে পৌছায়।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।