বিশেষ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পাঁচ দিন অতিবাহিত হলেও হত্যা চেষ্টার মামলার ছয় আসামীর একজনও গ্রেফতার হয়নি। রেকর্ড হয়নি মামলা। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন সেকান্দর আলী ছৈয়াল(৪৩)। পুলিশ সূত্রে জানা গেছে গত সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির শেখ ওরফে মনির মাতবর তার ভাতিজা বাঁধন শেখ, বাবু শেখ, জসীম শেখ, আরিফ শেখ ও পারভেজ শেখ দক্ষিণ পাইকপাড়া গ্রামের আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর জাহাজ চালক সেকান্দর আলীর ঘরে ঢুকে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘরে থাকা পাঁচ লাখ টাকা ও সেকান্দরের স্ত্রীর গলা থেকে সোয়া বড়ি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা তান্ডপ চালিয়ে সেকান্দরের মৃত্যু হয়েছে বুঝে বাড়ি ত্যাগ করে। পরিবারের লোকেরা সেকান্দরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা কলেজ হাসপাতালে পাঠায়। স্ত্রী লুৎফা বেগম জানায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করতে এসেছিলো মনির বাহিনী। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানায় সেকান্দরের স্ত্রী লুৎফা বেগম বাদী হয়ে মামলা করলে এখনো মামলাটি রেকর্ড হয়নি বলে তিনি জানান। এলাকাবাসি জানিয়েছে আওয়ামী লীগের নেতা মনির শেখ ওরফে মনির মাদবর বাহিনীর অত্যাচারে দীর্ঘ ১৭ বছর মানুষ অতিষ্ঠ।