ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

কক্সবাজারে ৪০১ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত


সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়।

এই মৌসুমে এটিই একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত। কক্সবাজার আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে। গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছে। আরও দুইদিন বৃষ্টি থাকবে বলেও জানানো হয়েছে।

এছাড়া, জেলার শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।