ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু


সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  কক্সবাজার সদর উপজেলায় পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি (২৬) এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারী বর্ষণে ডিককুল এলাকায় পাহাড়ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয় ঝিলংঝা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বিষয়টি নিশ্চিত বলেন, ‘পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।