ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু, ছাত্র-জনতার ঢল


সেপ্টেম্বর ৫, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:  ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মার্চ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শহীদি মার্চটি নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

এর আগে দুপুর ২টার পর থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। এসময় তারা  “দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত,” “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”, “শহীদের স্মরণে, ভয় করিনা মরণে”, “আমাদের শহীদেরা, আমাদের শক্তি”, “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “লাল সবুজের পতাকায়, শহীদদের দেখা যায়”, “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে”, “লেগেছে তে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই”, “আমার ভাইয়ের খুনি ধর, খুনি হাসিনার বিচার কর”, “উই ওয়ান্ট, জাস্টিস” সহ বিভিন্ন স্লোগান দেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।