নিজস্ব প্রতিনিধি: পদত্যাগের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সিইসি এ তথ্য জানান।
পদত্যাগ কবে করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাব। বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার বৃহস্পতিবার ১২টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।
রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।