শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে মহাপরিচালক মাকসূরা নূরের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় গাইবান্ধার সুন্দরগঞ্জে নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শনিবার( ১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্টিত হয়। নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তরা বলেন, নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭