শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের নতুন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়ে ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে শিক্ষকগণ। বুধবার (১১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষকগন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ আলী। তিনি বলেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বিদ্যালয় সংক্রান্ত জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় অত্র বিদ্যালয়ের দায়িত্ব আমার নিকট অবগত করেন। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয় চলাকালীন সময় কয়েকজন ভারাটিয়া লোকজন দিয়ে অফিস কক্ষে দরজা ভেঙ্গে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করেন অত্র বিদ্যালয়ের ভূয়া সনদ ধারী প্রধান শিক্ষক দাবিদার মোছাঃ জাহিনুর বেগম । এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কে অবরুদ্ধ করে রেখে অকত্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি প্রদর্শণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। আমরা তাহাদের এহেন আচরনের ও বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছি। এক পর্যায় আমরা জীবনের ভয়ে স্বাক্ষর দিতে বাধ্য হই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭