নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন। মৃত্যুর সংখ্যা ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন। এটা বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণ করা হয়েছে। এটা বাড়তেও পারে, কমতেও পারে।
পুনর্বাসন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এটার জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা এবং উপজেলা কমিটিও হবে। এ বিষয়টি তারা মনিটরিং ও উদ্যোগগুলো সম্পন্ন করবেন। বন্যার্ত জেলায় অক্টোবর পর্যন্ত কিস্তির টাকা পরিশোধ রহিত করা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭