নিজস্ব প্রতিনিধি: আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান ক্রিকেটার সাকিব আল হাসান। ম্যাচটি মিরপুরে হওয়ায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। বিসিবি এরই মধ্যে জানিয়েছে তারা ব্যক্তিকেন্দ্রিক নিরাপত্তা দিতে পারবে না। এবার অর্ন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানালেন ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দিলেও এমপি হিসেবে তাকে নিরাপত্তা দেওয়া কঠিন।
গত ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। মাগুরা ১ আসন থেকে নির্বাচন করে দলটির সংসদ সদস্য ছিলেন সাকিব। এ কারণেই তার দেশে ফেরা নিয়ে শঙ্কা আছে। এর মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এক গার্মেন্টকর্মীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এ কারণে আপাতত দেশে ফেরার ব্যাপারে অনিশ্চিত সাকিব। নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হয়ে তবেই দেশে ফেরার পক্ষে তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘সাকিব আল হাসানকে জনগণগত জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন। খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া হবে।’ আর হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘হত্যা মামলায় জড়িত থাকার বিষয়টি মন্ত্রণালয় তদন্ত করে দেখছে।’
এর আগে সাকিব আল হাসানের মামলার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আপাতত তাকে গ্রেফতার করা হবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭