তিনি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর মৃত্যুদণ্ডকে বিচারিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। বিলাওয়াল বলেন, একটি সাংবিধানিক আদালত গঠন করা জরুরি এবং আমাদের জন্য অত্যাবশ্যকীয়, যাতে আর কোনো প্রধানমন্ত্রীকে ফাঁসি দেয়া না যায়। জনগণ সুবিচার পায়। এ সময় তিনি সামরিক শাসকদের কড়া সমালোচনা করেন। বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দেখেছেন সামরিক স্বৈরাচার জেনারেল জিয়াউল হকের যুগ। ওই সময় রাজনৈতিক সব নেতাকর্মীকে নিষ্ঠুর নির্যাতন সহ্য করতে হয়েছে। তিনি আরও বলেন, শহীদ বেনজির জানতেন আমাদের ব্যবস্থা ভেঙে পড়েছে। ওই সময় সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী কোনো বিপ্লবী ছিলেন না। সাবেক প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নাম উল্লেখ না করে তিনি বলেন, তখন কোনো দমওয়ালা বিচারকও ছিলেন না।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭