শাহজাহান পারভেজঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ এর ছাত্র নিশাদ শৈলকুপার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ছাত্রদের সাথে নিয়ে ঘুরে দেখেন এবং তাদের কে ৮ টি দাবি লিখিত আকারে পেশ করে।নিম্নে ৮ টি দাবি উল্লেখ করা হলোঃ
১। অফিস বা প্রতিষ্ঠানের প্রত্যেকটি স্টাফকে অফিসের পরিচয় পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। পরিচয়পত্রে নাম, পদবী, মোবাইল নাম্বার, ছবি ব্যবহার করতে হবে।
২। অফিস স্টাফদের নাম, পদবী, ছবি, ফোন নাম্বার সংযুক্ত তালিকা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হবে। কোন কোন পদের কর্মচারী আর্থিক লেনদেন করতে পারবেন তা তালিকাতে উল্লেখ করতে হবে।
৩। রশিদ ব্যতীত কোন আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। প্রতিষ্ঠানে কোনো দালাল চক্রের সন্ধান পেলে দালাল এবং অফিসের সকল স্টাফকে, বিশেষত অফিস প্রধানের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। প্রতিষ্ঠানের প্রত্যেকটি খাতে সরকারি খরচের হিসাব তালিকা করে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংযুক্ত করতে হবে সরকারি হিসাবের বাইরে কোন আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়কে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬। দেশকে দুর্নীতি মুক্ত করতে জনগণকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে।
৭। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন করতে হবে এবং প্রতি বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলাকে সকল অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে।
৮। তথ্য কর্মকর্তা হিসেবে একজনকে নির্ধারণ করে জনসাধারণের অফিস সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা দিতে সাহায্য করবে।
পরবর্তী কর্ম দিবসের সকাল ১০টার মধ্যে উল্লেখিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।
আলোচনা সভায় ছাত্র নিশাদ ভাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি শৈলকুপা জোনাল অফিস এর উর্ধমত কর্মকর্তাদের কে হুশিয়ার করে বলেন কোন প্রকার দালাল থাকতে পারবে না। আরো জানান পল্লী বিদ্যুত অফিসে কোন প্রকার ভূতুরে বিল তৈরি না করা হয়। প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,ঝিনাইদহ জেলা নিয়মিত তদারকি করবে। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি শৈলকুপা জোনাল অফিস এর জাতীয় পতাকা না দেখে ছাত্ররা নিজেই পতাকা উত্তোলন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭