শাহজাহান পারভেজ: গর্তে ভরেছে শহরের দুই প্রান্তের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা। দীর্ঘদিন সংস্কারের অভাবে তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এর ফলে তাঁদের যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে। না হলে ঝুঁকি নিয়ে ব্যবহার করতে হচ্ছে সদাব্যস্ত জাতীয় সড়ক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়াগন্জ যাওয়ার মূল রাস্তাটি জাতীয় সড়কের সমান্তরাল। আগে রাস্তাটি সরু ছিল। বছর পাঁচেক আগে রাস্তা সংস্কার করে চওড়া করার উদ্যোগ হয়। তার পর থেকে জাতীয় সড়কে যাতায়াতের ঝুঁকি এড়িয়ে শহরের বাসিন্দারা এই রাস্তাটিই ব্যবহার শুরু করেন। একে যানবাহন কম, তার উপর জাতীয় সড়কের মতোই রাস্তাটি প্রায় সোজা। ফলে, অতিরিক্ত দূরত্বের প্রশ্ন নেই। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, বছর দুয়েক ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। জায়গায়-জায়গায় খানাখন্দ। বর্ষার জল সেই খন্দে জমে…
শৈলকূপার বাসিন্দা ডাঃ কাশমিম সুজন কর্মসূত্রে দৈনিক যাতায়াত করতে হয় কুষ্টিয়ায়। নিজের গাড়ি নিয়ে যাতায়াত করেন তিনি। কাশমিম সুজন বলেন, “রাস্তাটি দিয়ে আগে কুষ্টিয়া যেতে সময় লাগত প্রায় এক ঘন্টা। এখন লাগে অন্তত তিন গুণ। বেশ কিছু জায়গায় গাড়ি চালানো রীতিমতো বিপজ্জনক।” পেশায় তিনি একজন ডাক্তার তিনি জানায় রাস্তা ঠিক হলে আমাদের এলাকা বাসি অনেক উপকৃত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭