স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন দিলিপ কান্ত নাথ।
শনিবার (২৯সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেছেন। থানায় কর্মরত সকল পুলিশ সদস্য তাকে ফুল দিয়ে বরন করেন।
এর পূর্বে তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অপারেশন ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বিভিন্ন থানায় সুনামের সহিত চাকরী করে ২০১৩ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। পুলিশ পরিদর্শক তদন্ত হিসাবে পিবিআই সহ সিলেট জেলার বিভিন্ন থানায় সুনামের সহিত চাকরি করেন। তিনি প্রথম ওসি হিসেবে শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেছেন।
শায়েস্তাগঞ্জ থানায় যাতে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন এবং সেবা দিয়ে যেতে পারেন সে লক্ষ্যে থানায় যোগদানের পরপরই
শনিবার শায়েস্তাগঞ্জের আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে শায়েস্তাগঞ্জের সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা চেয়েছেন ওসি দিলীপ কান্ত নাথ।
এ লক্ষ্যে গতকাল সন্ধ্যায় তিনি থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের নিয়ে তার অফিস কক্ষে মতবিনিময় করেছেন। দিলীপ কান্ত নাথ শায়েস্তাগঞ্জ উপজেলার সকলের কাছে সহযোগীতা ও দোয়া কামনা করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭