ঢাকাসোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ খবর

মামলায় নিরপরাধ মানুষকে ফাঁসানোর প্রতিবাদে ছাত্র-জনতার কর্মসূচি


সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও সরকার পতনের পরবর্তী সময় আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে আন্দোলন করেছে ছাত্র-জনতা

সোমবার সকাল ১০ টার দিকে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বাঁধা আসে স্কুল ম্যানেজিং কমিটির কাছ থেকে। একপর্যায়ে স্থানীয় যুবদল নেতা নজরুল মোল্লা শিক্ষার্থীদের কর্মসূচিকে লক্ষ্য করে নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করেন। বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরাও দিতে থাকেন পাল্টা স্লোগান। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয়রাও অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, গেল ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৩ জন নিহত হন। সে ঘটনায় দুইটি হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় অনেক জড়িত ব্যক্তির নাম না থাকলেও নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সাধারণ জনগণের কাছে আন্দোলনকারীদের সুনাম ক্ষুন্ন করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরপরাধ ব্যক্তিদের হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।