ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১০ম গ্রেড দাবী নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
এ সময় ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম ফারুক, গোলাম মোস্তফা রুবেল, মোসাঃ আশরাফিয়া খাতুন, মোঃ হাবিবুর রহমান, মিজানুর রহমান, হাফিজ উদ্দিন,ফেরদৌস, রমজান আলী, আফতাব উদ্দিন, জসিম উদ্দিন ও আনোয়ারুল হক দিলীপ, মোস্তাক আহাম্মেদ, পলাশ প্রমূখ উপস্থিত ছিলেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।