আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হাসাইল বানারী ইউনিয়নের সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে সোমবার (৩০সেপ্টেম্বর) বাদ আছর হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় হয়ে হাসাইল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়ে পুনরায় হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়। হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী ইমরান বিন ইলিয়াস এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসাইল কেরামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতী এনামুল হাসান শহিদবাড়ীয়া। বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মুফতি আবু সায়েদ, মাওলানা আলমাছ হোসেন,বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। বক্তারা বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তিকারী ভারতের মুসলিম বিদ্বেষী বিজেপির সাংসদ নিতেশ রানে ও উগ্র হিন্দু পন্ডিত রামগিরি মহারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধে করেন কূটনীতিক ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার। বক্তারা আরো বলেন, হযরত মোহাম্মদ (সা:) আমাদের জানের চেয়ে প্রিয়। তার বিরুদ্ধে কটুক্তি করবেন আর আমরা বসে থাকবো তা হতে পারেনা। বিচার না হলে আরো কঠোর আন্দোলনের ডাক দিবো আমরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭