ভোরের খবর ডেস্ক: ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা ও ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে আইএমএফের কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দেসহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ তথ্য জানান।
অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে আইএমএফ মিশনকে এ বিষয়ে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, সে বিষয়েও তাদের জানানো হয়েছে।’
এক্ষেত্রে আইএমএফ-এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার বলে জানান তিনি।
ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘এ বিষয়ে শুধু আইএমএফ নয়, বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গেও আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে সংস্থাগুলো কাজ করছে।’
আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করেই অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে চায়, তবে বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফ। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭