নিজস্ব প্রতিনিধি: বিএসএমএমইউ (পিজি বিশ্ববিদ্যালয়)-এ বৈষম্য ও অনিয়ম নিরসনের লক্ষ্যে ডাঃ এএসএম নওরোজকে সভাপতি ও ডাঃ লোহানী তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সচেতন শিক্ষক-ছাত্র-কর্মচারী ঐক্য কমিটি গঠিত হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএসএমএমইউতে কর্মরত ব্যক্তিরা বিভিন্ন পর্যায়ে যে বৈষম্য ও অনিয়মের শিকার হয়েছেন; তা নিরসনে এই কমিটি গঠন করা হয়েছে। তারা সকল যৌক্তিক দাবি-দাওয়া ভিসি'র কাছে তুলে ধরার পাশাপাশি; তাদের অধিকার আদায়ের লক্ষে সচেষ্ট থাকবেন।
এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ডাঃ তৌহিদুর রহমান আউয়াল দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭