বাবু হাওলাদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পালিত হলো ঈদে মিলাদুন্নবী (সাঃ)। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কোরআন তিলাওয়াত, হামদ ও নাত সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কায়েসুর রহমান এর সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কালাম এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নেকবর মেলকার, ওয়াহিদা জাহান,সিনিয়র শিক্ষক কামরুল হাসান সহ অন্যান্য শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭