মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা: মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৭শে সেপ্টেম্বর (শুক্রবার) গজারিয়ায় বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় মিয়ামি কমিউনিটি সেন্টারে গজারিয়া উপজেলা আমির মো: শাহজাহানের সভাপতিত্বে সভা শুরু হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুন্সিগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অফিস সম্পাদক মোহাম্মদ আরশাদ আলী ঢালী , উপজেলা নায়েবে আমির মো : সুরুজ , মাস্টার, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবেরের গজারিয়া উপজেলা সভাপতি মো: আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে আজম রুহুল কুদ্দুস বলেন, অনেক ত্যাগের বিনিময় আমাদের এই বর্তমান পরিবেশ তৈরি হয়েছে। এটা আমাদের চুড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় হবে সেই দিনই যেইদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে তাই এই পরিবেশকে কাজে লাগিয়ে, ব্যক্তিগত মান উন্নয়নের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করতে হবে, তিনি সকল কর্মী কে অতি দ্রুত শপথের কর্মী হওয়ার আহবান জানান। কর্মী সম্মেলনে উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল গন উপস্থিত ছিলেন।