নিজস্ব প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে নতুন করে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছ বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, বন্যায় দেশের ক্ষতি লাঘব এবং বায়ুর মান উন্নয়নে এ অর্থ ঋণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় সেক নতুন এ সহায়তার কথা বলেন।
যতদ্রুত সম্ভব এই সহায়তা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন, বিশ্বব্যাংক দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রয়োজনে সহায়তা করবে। নতুন এই প্রতিশ্রুতি ছাড়াও প্রধান উপদেষ্টার সমর্থনের আহ্বানে সারা দিয়ে অতিরিক্ত এক বিলিয়ন ডলার দেয়ার কথা জানিয়েছেন আবদুলায়ে সেক। তিনি বলেন, বিদ্যমান প্রকল্পগুলোর অর্থ পুনর্বিন্যাস হলে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে যে সহজ ঋণ ও অনুদান দেবে তার পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ৩ বিলিয়ন ডলার।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭