(বগুড়া) জেলা প্রতিনিধি: বগুড়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার এর সহযোগিতায় বগুড়া সদর থানাধীন সেউজগাড়ী পালপাড়া গ্রামস্থ আসামীর নিজ বসত বাড়ী ঘেরাও পূর্বক মোছাঃ তাসলিমা বেগম(৩৮), পিতা- মৃত. তোজাম্মেল হোসেন, স্বামী- মোঃ আলম আকন্দ, মোঃ নয়ন আকন্দ ওরফে আশিক(২৫), পিতা- মোঃ আলম আকন্দ, মোছাঃ তাসলিমা বেগম সাং- সেউজগাড়ী পালপাড়া, ডাক- বগুড়া সদর, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া কে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত দুইজন সাক্ষি হিসেবে নিয়ে বিধি মোতাবেক আসামীর বসতবাড়ী ও শয়ন ঘর হতে তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য কোডিন মিশ্রিত ফেনসিডিল ১২৫(একশত পচিশ) বোতলসহ গ্রেফতার করা হয় ।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং- ১৪(গ) ও ৪১ ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য বগুড়া সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭