নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেটে জাতীয় ক্রিকেট লীগকে অনেকে ব্যঙ্গ করে পিকনিক লীগ বলেন। মূলত টুর্নামেন্টের গতি-প্রকৃতি নিয়ে মজা করে এটা বলা হয়। তবে নিজেদের কষ্ট করে খেলার কথা উল্লেখ করে এটা না বলতে অনুরোধ করেন জাকের আলী।
আজ মিরপুরে তিনি বলেন, ‘আমার খুব কষ্ট লাগে, যখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে পিকনিক করি। আমরা জানি, আমরা কতটা কষ্ট করি। দয়া করে এই কথাগুলো আর বইলেন না (সাংবাদিকদের উদ্দেশ্যে)। আমার খুব দুঃখ হয়। ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। আমি জানি, কতটা কষ্ট হয় একেকটা রান করতে এই ফরম্যাটে।’
এবারের ভারত সফরে প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন জাকের। এ নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।’