নিজস্ব প্রতিনিধি: পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭